কবিতা জুড়ে তোমার ছোয়া ,
অন্তর জুড়ে তোমার মায়া ; চোখের তারায় তুমি ,
ঘুমের ঘোরে জাগরণে হা অলস্যাতায় ,
তোমার ললাট চুমি ,
আমার ছন্দ - লয়ে লয়ে জড়িয়ে আছো তুমি ।
নিশিকে সাঝেতে প্রত্যুষে তোমারে দেখার পিয়াস,
ভাবনায় ভাবনা আঁর শরীর জুড়ে আবেশ ,
নিঃশ্বাস জুড়ে তোমার গান ,
সারাদিন মনে আনমনে অভয়ে
তোমারে ভেবে নিঃশেষ ।
তোমার বড্ড তিক্ত মেজাজ আমার যে খুব প্রিয় ,
সাঝবেলাতে হাটকে পথে আমায় ডেকে নিও ,
তোমার চোখে তাকিয়ে বুনি শত-সহস্র আশা ,
অনুভব করেনা কেউ বোঝেনা
হৃদয়ে নিংড়ে বলতে চাই তুমি ই তুব্রি ভালোবাসা ।