তোমারে ভালোবাসিয়া কবিতা উড়াই ,
শত সহস্র বাঁধার প্রতিপক্ষে
মনে প্রানে বা আনমনে অথবা হাসিতে
শুধু তোমারে ই খুঁজে পাই ,
তোমারে ভালোবেসে কবিতা একে যাই ।

তোমার মায়ায় শত স্বপ্ন বুনি
ঘুমের ঘোড়ে তোমার মৃদু কন্ঠ শুনি ,
জাগরনে বা স্বপনের মাঝে
বা কোনো মন খারাপের বেলায়
শুধু তোমার মায়া পাই ,
তোমারে ভালোবেসে স্বপ্ন একে যাই ।

তোমারে ভাবিয়া আমার সময় উড়াই ,
শত সহস্র অভিযোগের মাঝে
অভিমানে বা গোস্বায় বা রাগে ,
মনে প্রানে বা আনমনে অথবা দুঃখের মাঝে ,
শুধু তোমারে ই খুঁজে পাই ,
তোমারে ভেবে শত কবিতা একে যাই ।

তোমার লোভে আমি লিপ্সিত ,
তোমার চোখের মায়ায় আমি পথ ভোলা ,
নিশিতে সাঝে বা ভোরে
লোভে আশায় ইচ্ছায় বা অলিক স্বপ্নে ,
শুধু তোমারে ই খুঁজে পাই ,
তোমারে পাইতে লোভে আমি অপেক্ষায় রই ।