তোমার রাস্তায় শুধু স্বার্থের গন্ধ ,
শখ পুরোনে ই তোমার আনন্দ ,
আমি ঠান্ডা মাথার পাপী,
তবুও তোমার নাম যপী ।
তুমি বড় ই চালাক সাধু ,
সময়ে সময় পীর ,
আমার রস্তায় শুধু তুমি,
নাইযে লোকের ভীড় ।
তুমি বন্ধু স্বারথের কাংগাল ,
বুঝোনা যে আর কিছু ,
দোষ - গুণ পারো বিচার করতে ,
ছুটো বিজয়ী হওয়ার পিছু ।
তুমি বন্ধু বড় উকিল ,
বিচার করার সেরা ,
আমি বন্ধু নীরীহ পাবলিক,
তোমার মায়ায় ঘেরা ।