শান্তির আলো তুমি, হে প্রিয় নবী

শান্তির আলো তুমি, হে প্রিয় নবী,
তোমার নামে জ্বলে হৃদয়ের দীপ।
মদিনার পথে তুমি যে হেঁটেছিলে,
আমার প্রাণ কাঁদে সেই স্মৃতিতে।

তুমি যে মেহেরবান, তুমি করুণা,
তোমার দরুদ মোদের জান্নাতের ধন।
তোমার আদর্শে বেঁচে আছি আমরা,
তোমার প্রেমে গাইছি দরুদ সব সময়।

তুমি আমার হৃদয়ের গান,
তোমার প্রেমে বিভোর এই প্রাণ।
তুমি যে দুনিয়ার রহমত মহান,
তোমার জন্য কাঁদে পৃথিবীর জান।


তোমার নামেতে মেলে মুক্তি পথের,
তোমার কথা শোনে শান্তি পাই অন্তরে।
তুমি যে আসমানের আলো, চির ভাস্বর,
তোমার দরুদের মাঝে পাই শান্তি অপর।

রাত্রির আকাশে তুমি নূরের তারা,
তোমার দেখানো পথই সবার সেরা।
তোমার স্নেহে পূর্ণ এ দীন মাটি,
তোমার দোয়াতে জ্বলে ঈমানের বাতি।

তুমি আমার হৃদয়ের গান,
তোমার প্রেমে বিভোর এই প্রাণ।
তুমি যে দুনিয়ার রহমত মহান,
তোমার জন্য কাঁদে পৃথিবীর জান।


হে প্রিয় নবী, করো আমাদের দয়া,
তোমার পথে চলতে চাই প্রতিদিন প্রভা।
তোমার দরবারে রেখো আমাদের নাম,
তোমার প্রেমেই বেঁধেছি হৃদয়ের ঘরখান।

তোমার নাম জপে কাটুক এই জীবন,
তোমার পথে যাই, পাই জান্নাতের ধন।
তুমি ছাড়া নাই আর কোনো আশ্রয়,
তোমার ভালোবাসায় মিটে সকল ভয়।


তুমি আমার হৃদয়ের গান,
তোমার প্রেমে বিভোর এই প্রাণ।
তুমি যে দুনিয়ার রহমত মহান,
তোমার জন্য কাঁদে পৃথিবীর জান।