চলেই যদি যাবে , তবে কেন এসেছিলে ?
সুখে থাকো সারাজীবন উড়ে ডানা মেলে ।
অযোগ্য এই আমি বড্ড কুলাংগার,
হয়তো মুখ নেই ক্ষমাটা চাওয়ার 🤕
তুমি হয়তো ফিরিশতার বাচ্চা, আমি শয়তান,
হয়তো আমার মন নেই , বড্ডা পাষাণ ।
বেজায় বদ আমি , বহু বাজে স্বভাব,
তোমার মতো ভালো মানুষের বড়ই অভাব 😭
নাই আশা , নাই ভরসা, নাই ভালোবাসা,
অপরাধী এই আমি কতো নিরাশা !
কতো দোষ, কতো অভিযোগ , প্রশ্ন আরো কতো !
দোষী সাব্যস্তে গালি দিও মনে আসে যতো 🫂
মিছেমিছি ছেলে-খেলা তোমারে মানায়,
আমি না হয় পরে থাকি ঢের অবহেলায়,
কতো প্রহসন, কতো কথা , কতো প্রলাপ বকেছিলে,
চলেই যদি যাবে, তবে কেন এসেছিলে ?