জানালায় এক ফোটা রোদ ,
যেন তোমার ঠোঁটের ঝলসানো হাসি ,
রোদ মাখা সকালে তোমার উচ্ছাস রাশি রাশি ,
এই রোদ আর হিমহিম হাওয়া জড়িয়ে
চিৎকার করে বলে বেড়াই “তোমারে ভালোবাসি” ।

ঘর জোরা চোখ রাঙ্গানো আভা,
প্রভাত জোরা সুর্যের আনাগোনা ,
ঘর জুড়ে তোমার আবেগী খুশির আলো ,
এই রোদেলা ঠান্ডা ক্ষনে ,
চিৎকার করে বলে বেড়াতে চাই “তোমারে বাসিভালো” ।

হিমাঙ্কের নীচের এই হিমহম হাওয়া ,
মনের মাঝে তোমার ছুটে চলা ,
মনের কোটরে তোমারে একে যাওয়া ,
এই পড়ন্ত দুরন্ত রোদ্দুর বেলায় ,
সারাজীবন আমমনা মনে “তোমারে ভালোবাসিতে চাই”