আমার ভাবে, স্বভাবে, হৃদয়ে মাদারীপুর,
জন্মভূমি তুমি, প্রাণের সুর।
আরিয়াল নদীর ঢেউ মেঘনার তীর ,
সবুজে সবুজ ঘেরা মাঠে চলেছি বহুদুর ।
আরিয়াল নদীর পাড়ে বসে দেখেছি স্বপ্ন,
তোমার প্রকৃতিতে পাই অফুরান সম্পদ।
গ্রামের পথে পথিক হয়ে চলি,
আমি মাদারীপুরে দাঁড়িয়ে গর্বে কথা বলি ।
তোমার মাঠে ধানের গন্ধে মন ভরে,
কাঁচা সড়কের ধূলায় স্মৃতি পড়ে।
চির আপন, চির শান্তির এই ঘর,
আমার ভাবে, স্বভাবে, হৃদয়ে মাদারীপুর …