ললনা একপাক্ষিক প্রেমে কি যে বেদনা ,
হয়তোবা তুমি জানোনা ।
আমি কতো কতো যন্ত্রনায় পুড়ি ,
তাতো তুমি বোঝোনা ।

ললনা আমি সারাদিন তোমার পথ চেয়ে থাকি ,
বুকে আশা বেধে রাখি ,
তুমি দুরে দুরে উড়ে বেড়াও ,
হয়ে মুক্ত পাখি ।

ললনা একারীত্বের যন্ত্রনা তুমি বোঝোনা ,
কারন আমারে যে তোমার মনে পড়েনা ।
আমি কতো কষ্টে পুড়ি ,
তবুও আমায় পানে দেখোনা ।

ললনা প্রিয়জন থেকে দুরে থাকার
অনুভুতি তুমি বোঝোনা ,
নির্জনে নীরবে তুমি তো আমারে খোজোনা ,
আমি যে কতোটা ভালোবাসি ,
সে খোঁজ ও তুমি রাখোনা ।
ললনা একপাক্ষিক প্রেমে কি যে বেদনা ,
হয়তোবা তুমি জানোনা ।