জীবন এগিয়ে চলে নন্- স্টপ ,
নিজের চালে , আপন হিসাবে ।
জীবনের চলার পথে সঙ্গ নেয় ,
অনাদরে আগাছার মত গজিয়ে ওঠা –
অনেক স্বপ্ন , নানা ভাবনা ,
আর ঝাঁক ঝাঁক প্রশ্ন ।
ওরা সঙ্গী হয় কিছুটা পথ ,
বাসের পাদানিতে ঝুলন্ত –
অসহায় সহযাত্রীর মত ।
অসমাপ্ত যাত্রার মাঝে ,
প্রশ্নগুলো নেমে যায় অজান্তে ,
অজানা গন্তব্যের পথে ।
কিছু রয়ে যায় মনের কোণায় ,
কিছু হারায় বিস্মৃতর গভীরে ।
জীবনজুড়ে প্রশ্নের পাহাড় জমেছে বিরাট ,
কিছু অসম্পূর্ণ জবাব –
শীর্ণকায় ঝর্ণার মত বয়ে যায় ,
অতীত থেকে বর্তমান হয়ে –
ভবিষ্যতের দিকে , সাগরের পানে ।
অধিকাংশ প্রশ্ন কিন্তু রয়ে যায় ,
হারানো ভাবনার জীবাশ্ম হয়ে ।।
- অকবি -