আমি মনুষ্যত্ব ,
আমি অজর ,অমর , অক্ষয় ,
আমি অব্যয় ।
কয়েক হাজার বছরে ,
আমার অস্তিত্ব নিয়ে ,
যুগে যুগে ফিরে এসেছে সংশয় ;
বারবার কিছু অমানুষ -
নিয়ে এসেছে রক্তাক্ত অবক্ষয় ।
আমার স্বাধিকার ,
ও মানুষের ইচ্ছামত বাঁচার অধিকারকে ,
হিংস্র চ্যালেঞ্জ ছুঁড়েছে বারংবার ,
চেঙ্গিস ,ওটোমান, মুসোলিনি ও হিটলার ।
সশস্ত্র নরখাদকের দল -
মানুষের রক্তে মুছতে চেয়েছে আমাকে ,
হিরোশিমা , জালিয়ানাবাগ আর চট্টগ্রামের পাহাড়ে ।
ব্যার্থতার তিক্ততা নিয়ে প্রতিহিংসায় ,
ওরা ফিরে আসছে বারবার নানা নামে ছদ্মবেশে ;
ভাষা , ধর্ম অথবা বর্ণ বৈষম্যের বেশে ।
কখনো দিল্লীর পাঞ্জাবী কলোনী ,গুজরাটের বেকারীতে ,
কখনো ঢাকায় , প্যারিসে ,
আর কিশোরগঞ্জে নামাজের ভীড়ে ;
বীরত্বের আস্ফালন দেখায় -
নিরস্ত্র অসহায় মানুষদের খুন করে ।
ওরা দয়া , মায়া বা ক্ষমার যোগ্য নয় ,
কারণ ওরা অসুরের বংশধর ,
প্রকৃতিজাত মানব বা জানোয়ার নয় ।
এসো বন্ধু -
আমার সাথে হাত মিলিয়ে ,
এবার শেষ লড়াইয়ে নামো :
ঐ নৃশংস নপুংসকদের -
নির্মূল খতম করেই থামো ।
অনেক লড়াই লড়েছো তোমরা ,
আমাকে বাঁচাতে ;
শেষ লড়াইতে নামি এসো ,
আমাদের অস্তিত্ব ও ঈজ্জৎ বাঁচাতে ।।
_ অকবি -
( অস্ত্যথ = রহিয়াছে , আছে ও থাকবে )
সব কবি বন্ধুদের বর্ষার শুভেচ্ছা জানাই ।।