1) - বয়স্ক কর্তার কথা -
পূজো মানে ,
পুরানো স্মৃতির শুড়শুড়ি -
ঝাপসা মনের কোনে ;
পোয়া থলি ছেড়ে বড় থলি নিয়ে ,
সকালে বাজার যাওয়া ।
কবরের মত বাড়িটাতে -
আবার উছল প্রাণের হাওয়া ।
2) -বাড়ির গিন্নীর কথা -
পূজো মানে ,
অনেক সময় পরে কয়েকটা দিন ,
প্রাণভরে মা ,ঠাকুমা ডাক শুনবো কানে ।
সকাল থেকে হৈচৈ করে রান্নাবান্না ,
ছোট বাচ্চাদের হাসি কান্না ,
বাড়ি জুড়ে ফেনিল প্রাণের বন্য়া ।
3) - প্রবাসী সন্তানের কথা -
পূজো মানে ,
ঘরে ফেরা ,
ছোটবেলার মজার ,
ফিরে আসা আনমনে গুটিগুটি ;
বেঙ্গালুরু আর হিউস্টনের -
টেনশন আর ইঁদুরের দৌড় ছেড়ে ,
দুচার দিনের ছুটি ।
পাড়ার মোড়ের চায়ের দোকানে ,
মাটির ভাঁড়ের চায়ের সাথে ,
ফাজলামি আর চ্যাংড়ামো হুটোপুটি ।
4) - কচিকাচার কথা -
পূজো মানে ,
দিনভর ইউনিফর্ম ছাড়া ,
নিয়ম ভাঙার ছুটি ;
যখন তখন উঠানে আর ছাদে ,
দলবেঁধে কাণামাছি আর খুনসুটি ।
ম্যাম আর আন্টিদের ধমক ভুলে ,
সারাদিন পিসীমণি আর মাসিমার কোলে ।
পূজোর শেষে ,
প্রসাদের সাথে ঠাকুমার দেওয়া নাড়ু ;
দিম্মার কোলে ঘুমোতে যেতে যেতে ,
মহাভারতের গপ্পো শুরু ।
5) - বউ কন্যাদের কথা-
পূজো মানে ,
নতুন কাপড়ের সাথে ,
ম্যাচিং গয়না গলায় কানে ;
আড্ডা গানের সরস তানে ,
হাঁড়ির খবর বাইরে আনে ;
দলবেঁধে সব সাজাগোজা ,
গল্প কথায় ভীষণ মজা ।
দশমীতে সিঁদুর খেলা ,
ফুরিয়ে আসে পূজোর মেলা ;
আবার ফেরত একলা ঘরে ,
মনটা পোড়ে হু হু করে ।।
-অকবি -