চকচকে ঝকমকে শহর ,
জেগে থাকে রাতভর ;
রুপালী পর্দায়-
নেশা ধরানো তারকারা ,
আনন্দে মাতে ,
রাত থেকে ভোর ।
তারকা নায়ক ,
পানশালায় নেশার আনন্দে মগ্ন ,
গভীর রাতে -
গাড়ি চালিয়ে রওনা ,
ঘরে ফেরার জন্যে ।
প্রশস্ত রাজপথের দুপাশে ফুটপাথে ,
নিদ্রামগ্ন গৃহহীন মানুষের ভিড় ;
খেটে খাওয়া মানুষেরা ,
আধাভরা পেটে স্বপ্নাচ্ছন্ন নিবিড় ।
নায়কের মস্তিষ্ক নেশাক্ত ,
শরীর অস্থির টলমলে অশক্ত ,
চোখে রঙীন নেশার ঘোর ,
মায়াবিনী নায়িকাদের চিন্তায় বিভোর ।
নায়কের শখ হল ,
একটু খেলা যাক শিকার ;
মনে হল -
ফুটপাথে শুয়ে আছে একপাল জানোয়ার ।
নায়ক গাড়ি নিয়ে ফুটপাথে ,
অসহায় ঘুমন্ত শিকারের সন্ধানে বিপথে ।
ডজন খানেক রক্তাক্ত মানুষ ,
গাড়ির নিচে মৃত শিকার ;
ফুটপাথ জুড়ে -
রক্তের বন্যা , মাংসপিণ্ড আর হাহাকার ।
পুলিশ বাহিনী এলো ,
মানুষের হাত থেকে,
শিকারী নায়ক মুক্ত হল ।
আদালতে আইন মেনে,
সময়ের হিসাব না মেনে -
মামলা এগোলো ;
সাক্ষীরা হারিয়ে গেল ,
পুলিশের খাতায় প্রমাণ লোপাট হল ;
নায়ক রূপালী পর্দায় মহানায়ক হল ।
ফুটপাতের মানুষেরা -
আবার শিকার হওয়ার প্রতীক্ষায় ,
ফুটপাথে বংশবৃদ্ধি করল ;
ঠান্ডা মেশিনের শীতল হাওয়ায় ,
শাসনতন্ত্র , বিচারতন্ত্র -
রইলো অনুদ্বিগ্ন নির্বিকার ;
আদর্শ জনগণতন্ত্রের হল জয় জয়কার ।।
- অকবি -