(পর্ব -1 )
প্রসব যন্ত্রণায় মা কাতর ,
সাইরেন বাজানো এম্বুলেন্সে ,
আতঙ্কিত স্বামী কন্যা উদগ্রীব অস্থির ।
রাস্তায় চলাচল বন্ধ ,
সমস্ত যানবাহনের গতিরুদ্ধ ,
আসন্নপ্রসবা মায়ের যন্ত্রণা অসহ্য ,
গর্ভাশয়ে জীবন প্রায় শ্বাসরুদ্ধ ।
স্বামী কন্যার আকুতি মিনতি ,
পুলিশ সাহেবের যুক্তিপূর্ণ উক্তি ,
মন্ত্রীমশায়ের আগমন আসন্ন ,
হাসপাতালের বাথরুমের উদ্বোধন -
আগে হোক নির্বিঘ্নে সম্পন্ন ।
রোগিণী বেঁচে যাবে ,
ভগবানকে বলেকয়ে করো প্রসন্ন ;
আমার ঈজ্জত ও চাকরি যাবে ,
মন্ত্রীমশাই যদি হন অপ্রসন্ন ।
জরুরি কাজের শেষে ,
মন্তীমশাই হাত নাড়িয়ে -
রওনা হলেন ঝান্ডা উড়িয়ে ;
আড়মোড়া ভেঙে গাড়িঘোড়া সব ,
গন্তব্যের পথে চলে গড়িয়ে ।
পরিজনদের কাতর আর্তনাদ -
হারিয়ে গেলো -
মন্ত্রীজীর কনভয়ের হুটারের শব্দে ।
এম্বুলেন্সে মা ,
মায়ের গর্ভাশয়ে জীবন ,
যন্ত্রণাহীন প্রাণহীন নিথর নিস্তব্ধ ।
এক মা ও মায়ের অপ্রসবিত সন্তান ,
ভিআইপিদের গণতন্ত্রে -
আম জনতার -
মূল্যহীন অশ্রুসিক্ত বলিদান ।
গণতন্ত্রে নাকি -
সর্বশক্তিমান আম জনতা !
যদিও মালিক -
আমলা ও নেতা ,
এটাই একশভাগ সত্যি কথা ।
- অকবি -