বহুদিন পরে বৃষ্টির ছোট মেসেজ -
' ফিরে এসেছি ' ।
আমার মনের কুল ছাপানো তোলপাড় ,
স্মৃতির পাতায় উন্মাদ আলোড়ন ,
বৃষ্টি ফিরে এসেছে ,
অতীত স্মৃতির শুকনো পাতা মাড়িয়ে ,
দীর্ঘ সময় পরে ।
পুরনো স্মৃতির পৃষ্ঠায় ,
আমার আর বৃষ্টির -
অনেক ছবি , অনেক অসমাপ্ত কথা ;
অসম্পূর্ণ প্রেমের গোঙানো ব্যাথা ।
আমাকে ছেড়ে -
জীবনের উন্নতির সোপান বেয়ে ,
বৃষ্টির চলে যাওয়া ;
এখনো রক্তাক্ত স্মৃতি বয়ে আনে ,
বৈশাখের উদাসী হাওয়া ।
মন জুড়ে দ্বন্দ্ব আর আশংকা ,
বৃষ্টির ' ফিরে এসেছি' ,
কি শুধুই খবর , শুধুই এক নিছক বার্তা ;
এই বার্তায় আছে কোন নিহিত অর্থ !
একবার মিলবো বৃষ্টির সাথে ?
যদি লোভী কাঙাল ভাবে ?
কিন্তু বৃষ্টি যদি -
আমার অপেক্ষায় থাকে ,
আমার পছন্দের সাগর নীল শাড়ি পড়ে ,
খোঁপায় বেলফুলের মালা দিয়ে ,
কাজল কালো চোখের দৃষ্টি মেলে -
রাস্তার দিকে চেয়ে প্রতীক্ষায় থাকে ।
একবার ফোনে কথা বলে দেখি ?
ভয় হয় যদি বলে - " ভাল থেকো ,
ভীষণ ব্যস্ত আছি ।"
তার চেয়ে এই ধন্দ ভাল ,
আশা আর এক সমুদ্র ভালবাসা বুকে নিয়ে ,
বৃষ্টির আহ্বানের অপেক্ষায় থাকি ।
বিকালের কনে- দেখা আলোমাখা -
রোমান্সের স্মৃতি বুকে নিয়ে ;
কফি হাউসের টেবিলে ,
বৃষ্টির হাতে হাত ছোঁয়ার -
রোমান্চিত শিহরণ শরীরে আঁকড়ে ধরে ,
সর্বস্ব খোয়ানোর আতঙ্ক দূরে রেখে ,
ভালবাসা ফিরে পাওয়ার আশা ,
থাক না - দ্বিধান্বিত প্রতীক্ষায় ,
বৃষ্টির ফিরে আসার অপেক্ষায় ।।
- অকবি -