পরীক্ষার সময় এলেই ,
বাবা মায়ের আবদার ,
সব বিষয়ে চাই -
ঝুড়ি ঝুড়ি নম্বর ।
দিন রাত ভাবনা ,
কোথায় পাবো এত নম্বর ,
ম্যাজিক তো জানি না !
নেট, ফেসবুক, টুইটার,
জীবনটা অফুরন্ত রঙীন মজাদার,
সময় কোথায় -
পড়ার অথবা
নিজের মত করে ভাবার !
কেউ তো বলেনি জ্ঞান বিজ্ঞান ,
প্রয়োজন গভীর ভাবে বোঝার ;
সবাই বলে -
শুধু মুঠো ভরে নম্বর দরকার।
না বুঝে মুখস্থ করি ,
হয়ে যায় গড়বড় ;
বাবরের বাবার নাম -
লিখে আসি আকবর ।
বাংলা , ইংরাজি , বিজ্ঞান , ইতিহাস
বইয়ের পাহাড় -
পড়তে পড়তে হাঁসফাঁস ;
দুঃশ্চিন্তার নেই কোন দরকার,
কোচিং ও বাড়িতে দলবেঁধে টিউটর ;
সব বিষয়ের প্রশ্ন ও জবাব -
রেডিমেড ক্যাপসুল তৈয়ার ।
মোটা ফিস - ভাল ডাক্তার ,
মোটা দাম -ভাল টিউটর ,
বাপের যেমন সম্বল ,
পরীক্ষায় তেমন নম্বর ।
সুখের চাকরি , দামী গাড়ি ,
নিশ্চিত সুখী ভবিষ্যতের জন্য ,
যা কিছু দরকার ;
গন্তব্যে পৌঁছোনোর ঠিকাদার,
কোচিং অার এক পাল টিউটর ।।
- অকবি -