ভ্রূণ কবিতাটার -
একমুঠো ভাবনা আর শব্দগুলো ,
সারাদিন মনের ভিতরে ,
হাত পা ছুঁড়ে কাঁদছে ।
চেষ্টা করছি বারংবার -
শব্দগুলোকে মুঠো ভরে ধরতে ;
প্রসব বেদনায় শব্দগুলোর ,
একান্তে শুধুই রক্ত ঝরছে ।
কিন্তু ,আশেপাশের হট্টগোলে ,
টেলিফোন , মোবাইলের কলরোলে ,
শব্দগুলো ফুরুত করে পালায় ;
ওরা ঝাঁক বেধে -
মনের জানলায় বসে ,
ভালবেসে কাঁধে মাথায় বসে ;
কাজ অকাজের হট্টগোলে ,
ওরা হঠাৎ উধাও হয় ;
কবিতার চেহারা বিকৃত অসমাপ্ত রয় ;
বিকৃত কবিতা কোলে নিয়ে ,
আমার মাথায় ,বুকে অসহ্য যন্ত্রণা হয় ।
একটু চুপ করো ,
তোমরা ভনভন বন্ধ করো ,
বাজার দর আর লাভ লোকসানের ,
হিসাবের পাঁচালী স্তব্ধ করো ।
আমাকে একান্তে থাকতে দাও ,
মনের গভীরে -
শব্দগুলোর কথা শুনতে দাও ;
আমাকে ভাবনাগুলোর সাথে ,
কথা বলতে দাও ।
আমাকে একলা থাকতে দাও ,
শব্দের চাবি দিয়ে -
ভাবনামোড়া স্বপ্নের সিন্দুকটা খুলতে দাও ,
একান্তে একটা কবিতা লিখতে দাও ।।
- অকবি -