বিষন্ন আকাশে -
মেঘে মেঘে সংঘাত ;
নেমে আসে অশনিপাত ,
ঘটায় দহন , জ্বলন্ত অপঘাত ।
পথে ঘাটে নিত্য ঘটনা ,
গাড়িতে গাড়িতে সংঘর্ষ,
ফলাফল -
যন্ত্রণা , আর্তনাদ , মৃত্যু ,ধবংস ।
রাজায় রাজায় , দেশে দেশে সংঘাত ,
যুদ্ধ ,হত্যা ,ধর্ষণ , মনুষ্যত্বের সর্বনাশ ;
যুদ্ধের শেষে রক্তাক্ত কুরুক্ষেত্রের বুকে ,
বিজয়ী হত্যাকারীর হিংস্র জয়োল্লাস ।
বর বউতে ঠোকাঠুকি ,
ঝগড়া ,মারামারি , ফোঁপানি ,
ছারখার সংসার ;
কে জানে ভাল হয় কার !
শব্দ আর ভাবনার সংঘাত ,
অপঘাতে সৃষ্টি হয় নতুন কবিতা ;
যেমন মহাজাগতিক সংঘর্ষে ,
জন্ম হয়েছিলো এই বিস্ময়কর বিশ্বের ।
হিংসার সংঘাতে মৃত্যু আর ধ্বংস ,
ভালবাসার আঘাতে -
সৃষ্টির উৎসব জীবন ।।
- অকবি -