আস্তাকুঁড় থেকে -
ক্ষুধার্ত ঘেয়ো কুকুরের দল ,
আবার রাস্তায় বেরোলো ;
ওরা ক্ষ্যাপা অসুস্থ জানোয়ার ,
সুস্থ রক্ত আর তাজা প্রাণ -
ওদের প্রিয় একমাত্র রসদ বাঁচার ।
ওরা হাওয়ায় গন্ধ শুঁকে খুঁজে পেলো ,
সত্য সুন্দরের পূজারী নীল নিলয়কে ;
হিংস্র লালা মাখানো দাঁত নখে ছিঁড়ে ,
কেড়ে নিলো নিলয়ের প্রাণ ;
নির্লজ্জ রক্তলোলুপ হিংসায় ,
কেড়ে নিলো মনুষ্যত্বের সম্মান ।
নিলয় ,অভিজিৎ , ওয়াশিকুর -
এমন আরো কত সুন্দর প্রাণ ,
মনুষ্যত্বের সদভাবনার -
অপরাজেয় স্পন্দন অনির্বাণ ।
ওরা মানব সভ্যতার মন্থনজাত অমৃত ,
ওদের প্রাণের আগুনে -
পৃথিবী বদলেছে অনেকবার ;
এই অমোঘ সত্য -
ইতিহাসের বারবার প্রমাণিত ।
আমরা ঐ কুকুরের দলের শাস্তি চাই ,
আমরা নিলয়দের সশ্রদ্ধ সেলাম জানাই ।।
- অকবি -