দূর ছাই ,
কিচ্ছু ভাল লাগে না !
কথা ,গল্প , হুল্লোড় -
সবকিছু মনে হয় অবান্তর।
আকাশটা মেঘলা বর্ষাক্ত ,
জীবন মেঘমল্লারের ছন্দে সিক্ত ;
কিন্তু মনটা - ফুটিফাটা চৌচির ,
একরাশ বেদনা অব্যক্ত ;
ভালবাসার খোঁজে নীরব অস্থির ।
মন চায় -
বর্ষা ভেজা সন্ধ্যায় ,
ভালবাসো নিঃশব্দে চুপচাপ ;
জুঁই আর বেলফুলের পাঁপড়ি বেয়ে ,
বৃষ্টি ঝরুক টুপটাপ টুপটাপ ।
আমি তোমার দুই স্তনের সন্ধিস্থলে ,
তৃষ্ণার্ত ঠোঁট দিয়ে শুষে নিই ,
অদৃশ্য চোরা ভালবাসা ।
তোমার বুকে কান পেতে শুনি ,
ঈভের ভালবাসার অগ্ন্য়ুৎপাত ;
মেঘে ঢাকা খোলা আকাশের নীচে ,
এক আকাশ উল্কাবৃষ্টি হয়ে ,
ভবঘুরে হই তোমার গভীরে ।।
- অকবি-