হিং টিংছট্ , হিং টিংছট্ ,
রূপকথায় হাতি চড়ে গাছ ;
সকালের কাগজে বিজ্ঞাপনের পাতায় ,
চক্ষু হল চড়কগাছ ।
পৃষ্ঠা জুড়ে কয়েক ডজন -
বাবা যোগী, মহাযোগী , এলোকেশী সাধিকা ।
এদের শক্তি নাকি অসীম !
মারণ উচাটন , বশীকরণ ,
পরীক্ষা পাস , বিজনেসে লাভ , প্রমোশন,
সবকিছু এদের হাতের মুঠোয় ,
দুনিয়া নাকি চলে এনাদের ঈশারায় ,
অবশ্যই মোটা দক্ষিণার বিনিময়ে !
দেশের অভাগা জনতার কাতর প্রার্থনা -
হে সর্বশক্তিমান মহাবাবা ও মাতাজীরা ,
কি অপরাধ করেছি আমরা ?
ঝুড়ি ভরে ফুল দেবো ,
ঘড়া ভরে খুন দেবো ,
আঁচল ভরা আশীর্বাদ দেবো ;
যদি করতে পারো -
পার্টির নেতাদের বশীকরণ ,
খুনি আর ধর্ষকদের হৃদয় পরিবর্তন ।
যদি দাও -
দুবেলা পেট ভরা খাবার ,
সসম্মানে বাঁচার অধিকার ।
মেনে নেবো তোমরা -
হিং টিং ছট্ ।
যুগ - যুগান্ত ধরে ,
আমাদের শুধু দুর্ভাগ্য -
আর বেঁচে থাকার লড়াইয়ে অধিকার ।
জীবন তন্ত্রমন্ত্র জাদু নয় ,
কুসংস্কারের কালো কাপড় বেঁধে ,
হবে না কোন সমস্যার প্রতিকার ।।
-অকবি -