মা বলেছে -
"আজ প্রথম যাবো ইস্কুল ;
ভাল করে বাঁধতে হবে চুল ।"
জামা , জুতো আর ইউনিফর্ম নতুন ,
জলের ব্যাগ আর ,
মিকি মাউস জলের বোতলটাও ,
হয়েছে বেশ মনের মতন ।
বাবা বলেছে -
"ইস্কুলে চলতে হবে ,
দিদিমণিদের কথামত ;
টিফিন খেতে হবে সময়মত ।"
মা বাবা বোঝেনা কিছু ,
খাওয়ার সময়ে ঠাম্মার গল্প ছাড়া ,
খাবারগুলো অখাদ্য বিস্বাদ ছন্নছাড়া ।
মায়ের কাছে না শুনলে-
মিষ্টি মিষ্টি ছড়া ;
মন বসে না বইতে ,
ভাল লাগে না পড়া ।
খেলার ঘরে দোলনাতে ,
পুতুলগুলো কাঁদবে সারাদিন ,
কেমন করে খাবো আমি ,
বাক্সভরা ভালো ভালো টিফিন?
কিছুতেই যাবো না ইস্কুল ,
চড় - থাপ্পড়, টফি ,আদর -
মানবো না বিলকুল ।।
-অকবি-