শ্বাশুড়ি :
  ভগবান,
তুমি যুগে যুগে-
বউ পাঠায়েছো বারে বারে ,
আমার সাজানো সোনার সংসারে ;
যাতে সংসার যায় ছাড়েখাড়ে ,
আর আমার মুখটা পোড়ে ।
বউ :
ভগবান,
তুমি যুগে যুগে -
শাউড়ি  পাঠায়েছো বারে বারে ,
আমার আদুরে স্বামীর সংসারে ।
যে থাবা মারে -
আমার  প্রাথমিক অধিকারে ;
আমার শরীর ও মনকে -
ধিকিধিকি আঁচে জ্বেলে মারে ।
শ্বাশুড়ি :
বাধ্য পতি , ছেলেমেয়ের সাথে ,
দিব্যি ছিলাম আনন্দে ও সুখে ;
হঠাৎ ছেলের বায়না  ,
বান্ধবীকে করবে বিয়ে -
আর যেন তর সয় না ।
সংসারে পা রেখেই বৌ ,
বুঝে নিতে চায় কড়ায়গন্ডায় পাওনা ;
আমার ছেলের দখল নিলো ,
স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলো -
আমরা তাদের কেউ না ।
বউ :
তোমাদের আদরের খোকা ,
যদিও একটু বোকাসোকা ;
যখন আমায় করতে চাইলো বিয়ে ,
রাজি হলাম কিছু শর্ত দিয়ে।
প্রথম শর্ত , নাক গলানো চলবেনা ,
আমার কোন কাজকর্ম নিয়ে ।
অথচ শুরু হল কথায় কথায় খোঁটা ,
খাওয়া-শোয়া , দেরিতে ঘুমিয়ে ওঠা ;
রাতে বাড়ি ফেরা এবং
আমি নাকি শ্যামবর্ণা  ও  মোটা !
যদিও আমার-
মাসকাবারি মাইনের টাকাটা ,
সংসারে খরচ করতে বাধা নেই পুরোটা ।
                                              - অকবি-