সেদিন কলেজের ফাইনাল রেজাল্ট বেরোলো ,
ক্যান্টিনে বন্ধুদের বিশাল জমায়েত ।
আর কখনো ক্লাস ফাঁকি দিয়ে -
ক্যান্টিনে বসে আড্ডা হবে না এমন ।
আড্ডার শেষে সবাইকে হাত নেড়ে ,
ভারি মনে কলেজের গেট পেরিয়ে ,
বাঁদিক ঘুরে বাসে চড়লাম ।
তখন পিঠে একটা বিশাল ভারি বস্তা ,
ঠাসা ছিল কতশত স্বপ্ন আর দুরাশা -
কিছু দামী , কিছু সস্তা ।
তবুও টানটান ভরা ছিল সেই বস্তা ,
আর সামনে চলার বন্ধুর এক রাস্তা ।
আজ রাস্তার শেষ প্রান্তে প্রায় ,
হঠাৎ বস্তার কথা মনে পরে যায় ।
ছেঁড়া বস্তাটা ঝুলছে এখনো কাঁধে ,
যদিও ওজনহীন শূন্য প্রায় ।
দীর্ঘ যাত্রা পথে , বস্তার ফুটো দিয়ে -
স্বপ্নগুলো পালিয়েছে নিঃশব্দে অজান্তে ।
অনেক খুঁজে -
পেলাম কিছু বিবর্ণ স্মৃতির টুকরো ,
কিছু স্বপ্নের গুঁড়ো আর একমুঠো ধূলো ।
ফেলে দিলাম শতচ্ছিন্ন বস্তা ;
এখনো অনেকটা চলতে হবে -
সামনে আছে স্বপ্নশূন্য রাস্তা ।
-অকবি -