হৈ চৈ করে নির্বাচন হল ,
জনতার ফান্ডে -
গণতন্ত্রে নাটকের শো শেষ হল ।
ছুটল বাইক , বাজলো মাইক ,
পাথর বৃষ্টি, বোমা , গুলির সাথে ;
নাটকের উদ্বোধন ও সমাপ্তি -
সগৌরবে হল উদযাপিত ।
কিছু মানুষের জীবন লাগলো ফুলস্টপ ,
কিছু মানুষের জীবনে লাগলো কোমা ।
উৎসব শেষে উদ্ধার হল কিছু গুলি বোমা ,
গণতন্ত্র হাসপাতালে ;
এখনো চলছে কোমা ।
রাস্তায় জনতার প্রতিবাদ হায় ,হায় ;
আমাদের ইজ্জত , অধিকার, ভোট সব যায় ।
কোতোয়াল বলে -
দুচারটে বোমা ও গুলি চলা হ্যায় ,
কিন্তু সব ঠিক হ্যায় ।
মন্ত্রীগণ বলেন -
এত কেন হায় হায় !
থোরাবহুত গড়বড় হোতা হ্যায় ;
দেশমে কবরের শান্তি বজায় হ্যায় ।
রাণীমা বলেন -
দুষ্টু বাচ্চারা খেলতা হ্যায় ,
দুচারটা বোমা গুলি ফাটতা হ্যায় ।
এত কেন হায় হায় !
আমার রাজ্যে নেই কোন অন্যায় ,
সবাই বলো রাণী মাঈকি জয় ,
থাকবে না আর বোমা গুলির ভয় ;
যদি করো হায় হায় ,
আমাকে দুষোনা -
নিজেদের প্রাণ বাঁচানো তোমাদেরই দায় ।
আপাতত গণতন্ত্র থাক কিছুদিন কোমায় ,
জোরসে বলো - রাণী মাঈকি জয় ।।
- অকবি-
( পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কিছু নির্বাচনের পরিপ্রেক্ষিতে লেখা এই
কবিতা )