আবার রক্তাক্ত হল পথ ,
লজ্জিত হল সভ্য মনুষ্যত্ব ।
শহীদ হল -
অভিজিত আর ওয়াশিকুর ,
দুই সবল  -
অঙ্গীকারের   অঙ্কুর ।

ওই খুনীর দলের চেহারা বেনাকাব ,
কাপুরুষ ভীতু বেশরম না-মরদের দল ,
যারা ভন্ড বীরত্বের উল্লাসে -
অভিমন্যুকে করেছিল বধ ।
দরদী জনতা যেন  কুরুসেনা ,
নির্বাক নিষ্পাপ ঐ মুখ বড় চেনা ।
ওরা পাপ করে না , পাপকে রোখেনা ,
ওই নিরপেক্ষ মুখ বহু যুগের জানা ।

ওয়াশিকুর ও অভিজিত ,
ওরা কখনো হয় না পরাজিত ।
ওরা অভিমন্যুর বংশধর ,
ওরা সত্যের বলে শক্তিধর ।
আগামী দিনে ওদের স্বপ্ন সফল হোক ,
কাপুরুষ ওই খুনীর দল নিপাত যাক ।

সেলাম অভিজিত , সেলাম ওয়াশিকুর ,
নিজের রক্তে ভিজিয়ে বাংলার মাটি ;
রেখে গেলে সহস্র রক্তবীজের অঙ্কুর ,
আর আগামী লড়াইয়ের অঙ্গীকার ।।
                                          - অকবি -