আসন্ন সন্ধ্যা ,
অস্তগামী সূর্য্য লাজ রক্তিম ।
প্রভাতে উদয়কালে ,
আগুনভরা চোখে শপথ নিয়েছিল ,
আজ পাপমুক্ত করবে পৃথিবীকে ।
সব অত্যাচার অনাচার জ্বালিয়ে ,
নতুন পৃথিবী উপহার দেবে সবাইকে ।
সমাজের আবর্জনা খুনি ও ধর্ষকদের ,
জীবন্ত জ্বালানোর ইচ্ছা ছিল পোক্ত ।
দিনের শেষে পরাজয় মেনে ,
লাঞ্ছিত সূর্য্য অস্তগামী ;
রক্তিমাভায় লজ্জার স্বীকারোক্তি ।
আইন ও সংবিধানের প্রচ্ছাদনের নীচে ,
চির আমাবস্য়ার প্রগাঢ় অন্ধকার ।
সেথায় বিধাতা ও সূর্যের প্রবেশ অনধিকার ;
সমাজের সর্বনাশের কারবারিদের -
আইনের খাঁজে সুরক্ষিত অধিকার ।
পরাজিত সূর্য্য -
দিন শেষে প্রতিদিন লজ্জায় রক্তিম ।
আবার আসবে আগামীকাল ,
মানুষের রক্তে পৃথিবী-
কি হবে আরো লাল ?
অথবা সূর্য অস্ত যাবে -
জয়ের খুশিতে উজ্জ্বল অগ্নিভ ।।
- অকবি-