পৃথিবীটা বনবনিয়ে ঘুরছে ,
আর দুনিয়াটা রোজ বদলে যাচ্ছে ।
দুনিয়াটা পাল্টায় কখনো ধীরে, কখনো ভীষণ জোরে ;
দুনিয়ার পাল্টানোটাই অনিবার্য সত্য ।
যারা এই পরিবর্তন রুখতে চায় ,
তারা মূর্খের স্বর্গের বাসিন্দা ;
যারা ভাবে এই পৃথিবীকে তারা পাল্টাবে -
নিজেদের পাটীগণিত হিসাবমত চক-খড়ির গন্ডী টেনে ,
তারাও মূর্খের স্বর্গের বাসিন্দা ।
দুনিয়াটা পাল্টে যাচ্ছে রোজ ,
এই পরিবর্তনই একমাত্র অনিবার্য সত্য ।
কিন্তু দুনিয়া পাল্টাবে নিজের খেয়ালে , নিজের নিয়ম মেনে ;
সবজান্তা পণ্ডিতদের সুচিন্তিত হিসেব- নিকেশ উপেক্ষা করে ।
দুনিয়াটা প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে , পাল্টাতেই থাকবে ,
একান্ত নিজস্ব বিবর্তন ও পরিবর্তনের নিয়ম মেনে ।।
-অকবি -