ভয় পেয়োনা, ভয় পেয়োনা,
করোনাকে ভয় পেয়োনা।
শোন যদি আমার কথা,
করোনা পালাবে -
সাথে নিয়ে ছানাপোনা।
সকালে খালিপেটে -
এক কাপ গঙ্গাজল,
গোবর - বিস্কুট বা ঘুঁটে সহ।
দুপুরবেলা গেলাস ভরে গোমূত্র -
গোবরের লাড্ডুর সাথে।
রাতের বেলা -
ব্ল্যাকে কেনা দু পেগ ব্ল্যাক লেবেল -
গিলতে হবে চোঁ চোঁ করে,,
পরিমান মত চরণামৃত ও
করোনা বিনাশ মন্ত্রের সাথে।
যদি পালন করতে পারো -
এসব নিয়ম একান্ত নিষ্ঠা করে,
করোনা - বিজয়ী হবে,
বেদ, উপনিষদ্ এসব কথা নাকি,
ঋষি মুনিরা লিখে গিয়েছেন -
সেই কত যুগ আগে ।
ভ্রুকুটি কোরনা এই সহজ নিদানকে -
বুজরুকি বা মজার খুনসুটি ভেবে।
কারণ আমাদের সম্মানীয় মন্ত্রী মশায়েরা,
এমন চিকিৎসা বিধির কথাই বলেন।।
- অকবি -