সময় তুমি বৃদ্ধ,
পুরোনো চাদরে সিক্ত
যুগ-যুগান্তরে চলন
তোমার
নতুনে আলোকিত
দীপ্ত।
সময় তুমি বৃদ্ধ, কখনও
তুমি তিক্ত
কখনও হাসাও, কখনও
কাঁদাও
জয়-পরাজয়ে নিত্য।
সময় তুমি যাযাবর,
নেইতো তোমার ঘর
দেশ-বিদেশে ঘুরছো
তুমি
নয়তো কেউ আপন-পর।
থামো সময়, থামো!
একটুখানি জিরাও
হেথায়
নইলে,বাধবে শক্ত
ব্যামো।
একটুখানি থামলে
হেথায়,
বসতে দেব শিমুল
তুলায়
সুন্দরীদের বিনুন দেব
একটা করে গুনতে।
সময় তুমি বৃদ্ধ
যাযাবর
থামবে নাকি একটু
সময় পর?
একটুখানি থামলে
হেথায়,
বাধবো তোমায় বিনি
সুতায়
খাঁচার ভেতর রাখবো
তোমায়
মোর কবিতা শুনতে।
তুমি বৃদ্ধ, তুমি
যাযাবর,
নতুনে আলোকিত দীপ্ত।