ছন্দ-গন্ধ-অমৃত হেন
নাহি মোর কবিতায়
অমৃতরসে চরনও যুগলে
ছন্দ অভিপ্রায়।
সাম্য-ঐক্য-বিদ্রোহ হেন
নাহি মোর স্মৃতিকায়
বিদ্রোহ রক্তিলে,চরনও যুগলে
ঐক্য নাহি খুঁজে পায়।
সাম্য খুঁজিলে কলমও নিপলে
বিদ্রোহী চাহিকায়
অমৃত-ছন্দ থাকে নাতো হেন
কলমের কালিকায়।।
প্রেম-পন-বিষাদ হেন
নাহি মোর কবিতায়
বিষাদে ভজিলে চরনও যুগলে
প্রেম তব লোপ পায়।
গদ্য-পদ্য-ছন্দে মত্ত
সাম্য-বিদ্রোহী কবিকায়
ছন্দে মত্ত চরনও যুগলে
পদ্য যোগ্যতা হারায়।
গদ্য-ছন্দ খুঁজিলে নিপলে
প্রেম-পন কথিকায়
চরনও যুগলে অমৃত মিলিবে
পাঠকের ললিতায়।।