হে রাত্রি পথযাত্রী কীটেরা,
কখনও কি তোমরা ঘুমের নোঙর ফেলবেনা?
হে এলোকেশী মায়াপরীর বীরেরা,
কখনও কি তোদের ক্লান্তি ছুঁবে না?
নিশীকালো ভোর, মধুচন্দ্রিমা, মোহিত হাসনাহেনা, সুপ্রাচীন তারকা রাজ্য,
অসীম আকাশ, এক চিলতে মেঘ,
এরা কি তোদের ঘুমের নোঙর?
সুহাসিনী, আমি বিমোহিত।
আমি বাকরুদ্ধ, খর্ব আমার স্মৃতির দেয়াল।
তুমিও কি অন্তঃপুরের বাসিন্দা?
তুমিও কি মায়াপরীর বীর?
রাতের তারা, মধুচন্দ্রিমা, জোনাক পোকা, ঘুম পরীরা কি তোমার মতো শুন্যে ছুড়ে তীর?
তুমিও কি ঘুমের নোঙর মাথায় নিয়ে ঘোরো?
ভরদুপুরের ক্লান্তিগুলো নুপুর তৈয়ার করো?
আমি শঙ্কিত, আমি দম্ভিত,
সহসা আমি পুলকিত, সচকিত।
সুহাসিনী,
তুমি কেমনে রবে ইট-পাথরের দেশে?
তন্দ্রামোহে, ক্লান্তি সয়ে কেমনে ভীরু বেশে,
মোর বুকেতে তীর শিধিলে কাঁদবে অবশেষে??