তুমি আমার,
তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারিনি।
আমিও তোমার ছিলাম,
এক কথায় দুজন দুজনের ছিলাম বহুদিন।
একটা সময়
পরিবার, আত্মীয় স্বজন, সমাজ
আমাদের বিচ্ছিন্ন করে দিলো।
তারা আমাদের ভালোবাসা, ভালোথাকা
মেনে নিতে পারেনি।
তুমিও মনের দরজা বন্ধ করে
তাদের মতে সায় দিয়ে চলে গেলে
নতুন স্বপ্নে, নতুন জীবনে।
ভালো থাকার জন্য উঠে পড়ে লাগলে, কিভাবে ভালোথাকা যায়
কিভাবে পুরনো ভালোবাসা ভুলে থাকা যায়।
আমিও কিছু দিন হা-হুতাশ করে
আস্তে আস্তে নিজেকে একটা সময় গুটিয়ে নিলাম।
বেঁচে থাকার স্বপ্ন দেখলাম,
বেঁচে থাকার মানে খুঁজলাম।
জীবনের সময় যাতে বয়ে চলে
তেমনি একটা সময়ের মুখোমুখি হলাম
জীবন বয়ে চলতে লাগলো রেলগাড়ীর মতো
ঝকঝক, ঝকঝক করে
কখনো দ্রুত কখনো খুব ধীর গতিতে।
তোমার জীবনটা প্রমোদ তরীর মতো
মহাসমুদ্র পাড়ি দিয়ে চলতে লাগলো
মন্থর গতিতে মৃদু মলয়ে।
তুমি সুখের নিশান উড়িয়ে
বিশ্ব জয় করার স্বপ্নে বিভোর।
হঠাৎ একটা ঝড় এসে
তোমার সাজানো জীবন,
তোমার সুখের জিনিসপত্র
সব দমকা হাওয়ায় লন্ডভন্ড করে দিল।
তুমিও সহ্য করতে না পেরে মুখ থুবড়ে নির্বাক পাশে পরে রইলে কিছু দিন।
স্বপ্ন ভাঙা জীবন নিয়ে আবার চলতে লাগলে
অস্তিত্ব রক্ষার প্রবল আগ্রহে।
কিছু ফিকে স্মৃতি আর স্বপ্ন
তোমার জীবন সাথী।
আমি ভগ্নাঙ্কুর অনাদর, অবহেলায়
সময়ের সারথি আলোহীন জীবন পার করছি।
ধুঁকে ধুঁকে অতীতের কথা ভেবে
নির্বাক, নিস্প্রভ হয়ে যাচ্ছি দিন দিন।
হঠাৎ একদিন ফের দেখা হলো,
কথা হলো দুজনের মধ্যে
যাপিত জীবনের ইতিহাস, ইতিবৃত্ত তুলে ধরা হলো।
আবার নতুন স্বপ্ন-সুখে শ্রান্তির পরশে
মুখোমুখি বসবার প্রত্যয়ে
কথা হলো ফিরে পাওয়া অতীত নিয়ে।
আবার নতুন করে আমৃত্যু বন্ধনে বেঁচে থাকব আরও কিছু দিন,
প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি আর ভালোবাসার মর্যাদায় ।