ভালোবাসার অহংকার
মনের কোনায় এক অভিব্যক্তি জমা করে রেখেছিলাম,
ভালোবাসতে বাসতে ফতুর করে দেব।
আমায় না দেখে এক পা বাড়াতে পারবে না,
আমার কথা বলার পর কোন কথা বলবে না,
ভালো-মন্দ সব কিছু সোপার্জিত হবে আমার কাছে,
আমিই হব ভালোবাসার কেন্দ্রবিন্দু।
আমার সাধ, স্বপ্ন - সফলতার দরজায় লুটোপুটি খাবে,
হাসি আনন্দে ভরে থাকবে আমার চারপাশ।
আমার ভালোথাকা আমার ভালোবাসা
আমার ভালোবাসা আমার অহংকার।