ভালোবাসা ভালো নয় জেনেও
অনেকেই ভালোবাসাতে চায়।
ভালোবাসায় কষ্ট পেতে হয় জেনেও
অনেকেই ভালোবাসতে চায়।
একটুখানি আপেক্ষিক সুখময়তায়
জীবন ভরিয়ে দিতে চায় ক্ষণিকের জন্য।
ভালোবাসা ভালো নয়
তবুও মানসিক তৃপ্তির ঢেকুর তুলতে
সবারই ইচ্ছে করে
ভালোবাসতে ভালো থাকতে।