কখনও কখনও স্মৃতির পাতা থেকে মুছে যায়
ভালোবাসার শেষ চিহ্নটুকু।
এক কালের অপার ভালোবাসা
বড় অবহেলায় কেঁদেকেটে ঘুরে বেড়ায়
যেনো কিছুই হয়নি কোনকালে।
শুধু শুধু অকারণ কান্না-অনুতাপ ঝড়ে,
সে কালের সেই কথাগুলো মনে করে।
কখনও অবাক বিস্ময়ে আকাশের দিকে
তাকানো ছাড়া কিছুই করার থাকেনা।
ভালোবাসা কী সাময়িকভাবে কিছু ভুলে থেকে
কিছু আনন্দ লাভ?
নাকি আপেক্ষিক কিছু সংলাপ ?