ভালো থাকার মানে
ভালো থাকার মানে
সুউচ্চ ভবনের ডেকোরেট রুমে
বসবাস করা নয়।
ভালো থাকার মানে
সুস্বাদু খাবার খাওয়া নয়।
দামী দামী পোশাক,
বিলাস জাত পণ্য ব্যবহার
মানে ভালো থাকা নয়।
দামী গাড়ি, চাকরবাকর
মানে ভালো থাকা নয়।
কারি কারি টাকা,
অঢেল সম্পত্তির মালিকানা
মানে ভালো থাকা নয়।
সর্বোচ্চ সম্মান
বড়ো পদ মর্যাদা
মানে ভালো থাকা নয়
ভালো থাকার মানে
নিজের মতো করে বেঁচে থাকা।