কিছুকাল ভালোথাকি
আবার বদলে যাই
কেনো যে আমার এমন হয়,
জানি না।
আমার মতো সবারই কি এমন হয়?
ভালো থাকতে চেয়েও
কেনো জানি;
ভালো থাকা হয় না।
বার বার মন্দকে
ভুলে যেতে চেয়েও
কেনো জানি,
ভুলতে পারিনা।
ভালো থাকতে চেয়েও
ভালো থাকতে পারিনা।