অনেক বেশি ভালো লাগে
যখন ভাবি
তুমি আমাকে
অনেক বেশি বিশ্বাস করতে।
অনেক বেশি ভালো লাগে
যখন ভাবি
অনেক দিন পরে হলেও
তুমি আমাকে সেই আগের মতোই
মনে রেখেছো।
ভুল, সঠিক, তিক্ততা, অভিমান
সব ভুলে গেছো
একথা ভাবতেই আমার
অনেক বেশি ভালো লাগে।
অনেক বেশি ভালোবাসি তোমাকে।