সবাই ভালো সবই ভালো
শুধু আমি ছাড়া
ভালোয় ভালোয় চলছে জীবন
তিক্ত বাধায় ধরা ।
নিত্য আশায় স্বপ্ন দোলে
সুরের ছোঁয়ায় মন যে টানে,
এরই মাঝে নিজেকে ডুবাই
ভালো থাকার খুঁজি মানে।
কখন হারাই কখনও পাই
ভালোবাসার ভেলা
সেই তো কেবল আশার প্রদীপ
অন্ধকারে জ্বলা।
ভালোর খোঁজে সবাই চলি
মন্দ পিছু ফেলে
মন্দ ছাড়া ভালোর মূল্য
কোথায় গেলে মেলে?
ভালো যদি কেউ পেতে চাও
নিজের বিচার করো,
নিজে ভালো হতে পারলে
ভালো হবে জরো।