আজ তোমার জন্ম দিন
তোমাকে ঘিরে কতো জন হলো বিজ্ঞ
কতজন তোমার চর্চা করে হলো সমাদৃত
কতজন হয়েছে পুরস্কৃত।
তোমাকে ঘিরে
কতজনের হয়েছে ধন্যি জীবন
তোমার কর্ম চর্চা করে হয়েছে বিশারদ
তোমার জ্ঞান, চিন্তা, দর্শন
গেঁথে আছে বাঙালির সত্তায়
সমস্ত অস্তিত্ব জুড়ে।
তুমি মিশে আছো রক্তের মতো
দেহে ও প্রাণে।
হে গুরু!
তুমি বিশ্বের কবি
বাংলার কবি
বাংলা সাহিত্যের আকাশে জলন্ত রবি।
তোমার জন্ম দিনে
তোমাকে বারবার নমস্কার করি।