তোমাকে ভালোবেসে তৃষ্ণা মেটে না আমার
যত সুখ ভালোবাসা সঁপে দেই তোমারে,
তবু যেন মনে হয় কিছুই দেইনি।
কি আছে আমার তোমাকে দেবার মতো
ভালোবাসা ছাড়া।
তোমাকে সাজাতে ইচ্ছে করে
ফুলে ফুলে।
সুখে সুখে ভরিয়ে দিতে ইচ্ছে করে
অন্তর দিয়ে অন্তরকে।
তোমার বেদনার বিষবাষ্প চুষে নিয়ে
আমি বিষাক্ত হলেও
তোমার স্নেহময় শীতল ছায়ায়
ভুলে যাবো সকল কষ্টের কারুকাজ।
শুধু তোমাকে দেখতে চাই
আমার ভালোবাসার সজল চোখে
এক সকরুণ আবেগে ভেসে ভেসে।