আমি তোমার জন্য হিজল ফুলের মালা গেঁথে রেখেছি
তুমি আমার জন্য একটু মুচকি হাসি হেসো।
আমি তোমার জন্য মেঘকে নিমন্ত্রণ করেছি
শ্রাবণ ধারায় ভিজবো বলে
বৃষ্টি এলেই তুমি চলে এসো।
আমি তোমার জন্য চাঁদকে বলেছি
আসছে পূর্ণিমাতে সারা রাত জেগে থাকবো
সূর্য ডুব দিলেই মাঠের ধারে চলে এসো।