জীবনের সুখ সাচ্ছন্দ কিছুই বুঝিনা,
মাঝে মাঝে কিছু অনুভব করি মাত্র।
কি যে অনুভব করি
তাও বলে বোঝাতে পারব না।
স্পর্শ হোক বা না হোক
কেমন যেন এক আবেশে ডুবে যাই,
চেয়ে থাকি অন্ধ আবেগে।
আসেনা বলেই চোখ বুঝে হাত বাড়াই
যদি তাকাতে বলে!

চুপ!!!
কথা বলবে না
কেউ শুনে ফেলবে
ছেড়ে দাও
কেউ দেখে ফেলবে।
শুনুক,দেখুক, যে যা বলে বলুক
আমার তাতে কিবা আসে-যায়
আমি কে?
আমি কার?
কাকে নিয়ে আমি স্বপ্ন দেখি?
কাকে নিয়ে স্বর্গ রচি?
কার আদরে স্বর্গে হবে বসবাস?
কে  সেই?