তুই তো আমার মনের মানুষ ছিলি,
ক্যান পর হইলি!
তুইতো আমায় কথা দিয়াছিলি
তোর মনের জেলখানায় আমাকে
বন্ধী করে রাখবি।
কথাটা রাখতে পারলি না
একটু বেশি সুখের লাইগা
বড় বেশি স্বার্থপর হইছিলি
আমিও তো তোর সুখের কাটা ছিলাম না
ক্যান যে তোর ভাগ্যে সুখ সইল না,
ক্যান যে সুখ পাখিটাকে বেঁধে পারলি না;
আমি তো তোকে অভিশাপ দেইনি।
তোর সুখের লাইগা তো আত্মদহনে
পুড়ে পুড়ে ছাই হইছি।
যাকে তুই আপন ভাইবা আমাকে পর করলি,
সেই তোকে ছাইরা চইলা গেল।
দ্যাখ সুখ -দুঃখ কি মাইনসে দিতে পারে
সব হইল বিধাতার।
আজ তোর কষ্টে আমারও কষ্ট হয়
আমি যে তোরে খুব ভালোবাসতাম।
তোর সুখের লাইগা জীবনটাকে
কতনা দুঃখে ঠেলে দিছিলাম
স্বপ্নপুরী সাজিয়ে ছিলাম।