শুদ্ধ অশুদ্ধ
শরীরের যা কিছু বর্জ্য
তা ত্যাগে, নিশ্বঃরণে শান্তি হয় শরীরে ও মনে।
যা কিছু ঘৃণার
যা দেখে গা ছমছম করে ওঠে
তার থেকে নতুন কিছু,
আরও সুন্দর কিছু
সুখময় কিছুর সৃষ্টি হয়।
একটা সময় একে নিয়ে গর্ব অনুভব করি
ভালোবাসা ও সুখের স্বপ্ন দেখি।
শরীরের যে অংশগুলো
একান্তই সংবেদনশীল, লজ্জার
সেগুলোর প্রতি আমাদের
আকর্ষণ অনেক বেশি।
সেগুলো দখলের জন্য
আমরা জোরজবরদস্তি করি
চোখের ক্ষুধা মেটাই
মনের দৈন্যতা দূর করি
আসলে শুদ্ধ অশুদ্ধ বলে কিছু নেই
সবকিছু একাকার
দুধের সাথে জল মিশালে যেমন
জলও দুধে পরিনত হয়
তেমনি জলের সাথে দুধ মেশালে
জলও শুদ্ধ হতে পারে।
আসলে শুদ্ধ অশুদ্ধ বলতে আলাদা কিছু নেই।
কেবল আমাদের দৃষ্টিভঙ্গি
আমরা কি চোখে দেখি
কিভাবে ব্যবহার করি।