তোমার একটু স্পর্শ পাওয়ার জন্য
কেমন করে তাকিয়ে থাকি
তা তুমি যেমন বুঝতে পেরেছিলে।
তোমার মধ্যেও যে একটা অভিব্যক্তি আছে
তাও বুঝেছিলাম।
হাতটা ধরার জন্য কেমন একটা অনুভূতি
ভেতরে ভেতরে কাজ করছিল
আনন্দ অনুভব করেছিলাম।
হয়তো তুমিও মনে মনে কিছু
একটা পেতে চেয়েছিলে
অবশেষে অপূর্ণতা নিয়ে
ফিরে আসতে হলো দুজনকেই।
সকল স্পর্শ দূরে রেখে
শুধু চোখাচোখি কিছু মুহূর্ত কাটিয়ে
যার যার গন্তব্যে চলে আসলাম।
অপূর্ণই থেকে গেল স্পর্শর আনন্দ অনুভূতি।
একবার ইচ্ছে করেছিল জোর করে
একটা চুমুর চিহ্ন একে দেই কপোলে
তারপর ভাবলাম জোর করলে
আনন্দের চেয়ে কষ্ট বেশি হতে পারে,
তাই থেমে গেলাম।
ভালোবাসায় আবেগ অনুভূতি যেমন আছে,
তেমনি শারীরিক কিছু স্পর্শতায় এর পূর্ণতা ফিরে পায়।