সত্য মিথ্যার দোলাচলে
সত্য কথা বলা একটা সাধারণ ব্যপার
সত্য কথা শুনতে চাওয়াটা একান্ত প্রত্যাশা সবার
অথচ আমরা সবাই সত্য কথা বলতে চাই না।
কেন জানি মিথ্যা বলতে আমরা আনন্দ পাই
মিথ্যার মাঝে হয়তো আলাদা একটা আর্ট আছে
একটা কৃতিত্ব আছে।
কখনও কখনও খুব বুদ্ধিমত্তার পরিচয় মেলে।
অবশ্য মাঝে মাঝে মনে শংকাও হয়
তারপরও খুব ভয়ে ভয়ে সত্যটা বলি।
এই যেমন -
কাঠগড়ায় দাঁড়িয়ে হলফনামায় হাত রেখে যদিও বলি "যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না"
কিন্তু হাতখানা সরিয়ে বিচারকের রায় পক্ষে লইবার জন্য উকিল সাহেবের বানানো মিথ্যা বুলি বুক ফুলিয়ে বলে বিজয় লাভ করে আনন্দ পাই।
কখনও সত্যটাকে সত্য প্রমাণ করার জন্য মিথ্যা বলি
আবার মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্যও মিথ্যা বলি
আসলে এই জগৎ সংসারে
সত্য মিথ্যার দোলাচলে জীবন চলে।