আমার একটা ছোট্ট চাই
কেমন ছোট্ট জানো!
ছোট্ট আকাশ
ছোট্ট চাঁদ
ক্ষীণ আলো
মৃদু বাতাস।
ছোট্ট পুকুর
ছোট্ট উঠোন
ছোট্ট বাড়ি
ছোট্ট ঘর
ছোট্ট কলসি
ছোট্ট হাড়ি
ছোট্ট কড়াই
ছোট্ট থালা
ছোট্ট বাটি
ছোট্ট গেলাস
ছোট্ট পিড়ি।
সব কিছুই ছোট্ট ছোট্ট,
কেবল বড় একটু সুখ চাই।