আমি একটা সস্তা মানুষ
যে কেউ আমাকে যখন তখন
ব্যাবহার করতে পারে
আবার ব্যাবহার শেষে
ছুড়েও ফেলতে পারে।
আমি কারও কাছে
খুব একটা ভালো হতে পারিনি কখনও
অযথাই পাশে থেকে ভালোবাসা
পেতে চেয়েছি বারবার।
আর এই ভালোবাসাটুকুতেই
যেন সকলের কৃপনতা।
একটু ভালো করে কথা বলা
ভুলে শুধরে দেওয়া
ভালো একটা পরামর্শ দেওয়া
সুন্দর একটা স্বপ্ন দেখানো
ভালো কাজের প্রশংসা করা
আরও বেশি অনুপ্রেরণা দেওয়া।
এসবের কিছুই নেই আমার।
আমি একটা সস্তা মনের
সস্তা মানুষ।
শুধুই বেঁচে আছি ।