সেদিন সৈকতে তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে অনেক কিছু ভাবলাম,
তোমার কাছ থেকে উষ্ণতা অনুভব করতে করতে খুব সুখী হলাম।
হঠাৎ সাগর চুপিচুপি কুলকুল করে কি বললো জানো!
মাইরি! তোরা তো বেশ ভালোবাসা দেখালি।
তোদের বন্ধন যেন অটুট থাকুক সারাজীবন সারাক্ষণ।
তোরা আবার ভালোবাসা নিয়ে আমার কাছে আসবি।
আমি তোদের পা ভিজিয়ে
মনের মাঝে ভালোবাসার ঝড় তুলে দেবো।
জড়িয়ে নিবি দু'জন দু'জনায়
একসাথে হাত ধরে বসবি,
হাসবি মনের মতো করে ভালোবাসার উল্লাসে
চেয়ে থাকবি অপলক চোখাচোখি,
শত জনমের ভালোবাসার স্বাদ
মিটিয়ে নিবি দু'জন দু'জনায়।
আমার কথাগুলো মনে রাখিস,
আমি তোদের ভালোবাসার সাক্ষী হয়ে রইলাম।
তোরা ভালোবাসা নিয়ে বেঁচে থাকবি
ভালোবাসার বন্ধনে।